Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৫৭
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

টিউশনির কথা বলে বাসায় ডেকে নিয়ে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর আলমগীর হোসেন (৪৫) নামের এক আইনজীবীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার বিকেলে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার র‍্যাব-৬-এর মিডিয়া অফিসার এএসপি তারেক আমান বান্না এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী ও সদর থানাধীন পাঁচুড়িয়া এলাকার শামসুল হক রোডের বাসিন্দা।

তারেক আমান বান্না বলেন, কয়েক মাস আগে আসামির সঙ্গে ভুক্তভোগীর গণপরিবহনে পরিচয় হয়। এ সময় বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কথা বলে ওই ছাত্রীর মোবাইল ফোন নম্বর নিয়ে নেন। ১০ ফেব্রুয়ারি বিকেলে টিউশনি দেওয়ার কথা বলে আলমগীর ওই ছাত্রীকে তাঁর বাড়িতে ডাকেন। কিন্তু সেখানে আলমগীরের পরিবারের অন্য সদস্যকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়েন ওই ছাত্রী। এরপর বিভিন্ন ধরনের কথা বলার একপর্যায়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন আলমগীর। এ সময় ওই ছাত্রী আলমগীরকে ধাক্কা দিয়ে রুমের বাইরে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।

এরপর ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে ঘটনার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মামলার পর আসামিকে ধরতে র‍্যাব অভিযান শুরু করে। গতকাল বিকেলে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে আইনজীবী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত