গোপালগঞ্জ প্রতিনিধি
টিউশনির কথা বলে বাসায় ডেকে নিয়ে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর আলমগীর হোসেন (৪৫) নামের এক আইনজীবীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার র্যাব-৬-এর মিডিয়া অফিসার এএসপি তারেক আমান বান্না এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী ও সদর থানাধীন পাঁচুড়িয়া এলাকার শামসুল হক রোডের বাসিন্দা।
তারেক আমান বান্না বলেন, কয়েক মাস আগে আসামির সঙ্গে ভুক্তভোগীর গণপরিবহনে পরিচয় হয়। এ সময় বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কথা বলে ওই ছাত্রীর মোবাইল ফোন নম্বর নিয়ে নেন। ১০ ফেব্রুয়ারি বিকেলে টিউশনি দেওয়ার কথা বলে আলমগীর ওই ছাত্রীকে তাঁর বাড়িতে ডাকেন। কিন্তু সেখানে আলমগীরের পরিবারের অন্য সদস্যকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়েন ওই ছাত্রী। এরপর বিভিন্ন ধরনের কথা বলার একপর্যায়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন আলমগীর। এ সময় ওই ছাত্রী আলমগীরকে ধাক্কা দিয়ে রুমের বাইরে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
এরপর ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে ঘটনার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মামলার পর আসামিকে ধরতে র্যাব অভিযান শুরু করে। গতকাল বিকেলে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে আইনজীবী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
টিউশনির কথা বলে বাসায় ডেকে নিয়ে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর আলমগীর হোসেন (৪৫) নামের এক আইনজীবীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার র্যাব-৬-এর মিডিয়া অফিসার এএসপি তারেক আমান বান্না এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী ও সদর থানাধীন পাঁচুড়িয়া এলাকার শামসুল হক রোডের বাসিন্দা।
তারেক আমান বান্না বলেন, কয়েক মাস আগে আসামির সঙ্গে ভুক্তভোগীর গণপরিবহনে পরিচয় হয়। এ সময় বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কথা বলে ওই ছাত্রীর মোবাইল ফোন নম্বর নিয়ে নেন। ১০ ফেব্রুয়ারি বিকেলে টিউশনি দেওয়ার কথা বলে আলমগীর ওই ছাত্রীকে তাঁর বাড়িতে ডাকেন। কিন্তু সেখানে আলমগীরের পরিবারের অন্য সদস্যকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়েন ওই ছাত্রী। এরপর বিভিন্ন ধরনের কথা বলার একপর্যায়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন আলমগীর। এ সময় ওই ছাত্রী আলমগীরকে ধাক্কা দিয়ে রুমের বাইরে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
এরপর ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে ঘটনার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মামলার পর আসামিকে ধরতে র্যাব অভিযান শুরু করে। গতকাল বিকেলে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে আইনজীবী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫