Ajker Patrika

বিদেশে পাচারকালে ময়ূরের পালক-গোশতসহ গ্রেপ্তার ১ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৩: ৩৯
বিদেশে পাচারকালে ময়ূরের পালক-গোশতসহ গ্রেপ্তার ১ 

বিদেশে পাচারের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়ূরপঙ্খীর পালক ও গোশতসহ রেজাউল করিম (২৪)  নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা বুধবার দিবাগত রাত ১টায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ময়ূরপঙ্খীর পালক ও গোশত জব্দ করেন বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার মনোয়ারা বেগম।

পরে এসব পালক ও গোশত বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ২টার দিকে জব্দকৃত ময়ূরপঙ্খীর পালক ও গোশতসহ গ্রেপ্তার হওয়া রেজাউল করিমের বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশি হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম সোনারাং গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে রেজাউল করিম।

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, বিদেশে পাচারের চেষ্টাকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বিদেশে ময়ূরপঙ্খীর পালক ও গোশতসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একজন পরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। রেজাউলকে গ্রেপ্তারকালে তাঁর সঙ্গের ট্রলিব্যাগে থাকা আটটি কার্টনের মধ্য থেকে ১০০ কেজি ওজনের ময়ূরের পালক ও ১০ কেজি গোশত জব্দ করা হয়। গ্রেপ্তারের আগে কাস্টমস কর্মকর্তারা কার্টনে কী আছে জানতে চাইলে রেজাউল করিম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’

ওসি আজিজুল বলেন, গ্রেপ্তার হওয়া রেজাউল করিম শুল্ক ফাঁকি দিয়ে ময়ূরপঙ্খীর এসব পালক ও গোশত বিদেশে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত