Ajker Patrika

পুলিশ পরিচয়ে বিয়ে ও টাকা আত্মসাতের অভিযোগে আটক ১ 

রাজবাড়ী প্রতিনিধি
পুলিশ পরিচয়ে বিয়ে ও টাকা আত্মসাতের অভিযোগে আটক ১ 

জেলা বিশেষ শাখার উপপরিদর্শক (ডিএসবি এসআই) পরিচয়ে বিয়ে ও শ্যালককে সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ ফারহান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে রাজবাড়ী শহরের ১ নম্বর বেড়াডাঙ্গার তালতলা এলাকার জাফর মিয়ার বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে।

আটককৃত ফারহান রংপুরে পীরগাছা উপজেলার কাসেম মণ্ডলের ছেলে।

আটককৃত ফারহানের শ্বশুর জাফর মিয়া বলেন, ‘প্রায় ১০ মাস আগে ডিএসবির এসআই পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করে ফারহান। বিয়ের কয়েক মাস পর আমার ছেলে সৈয়দ অমিত হাসানকে বিআরটিএর অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে জামাই ১৫ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে নগদ ৭ লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে নিয়োগপত্র দেন ফারহান। পরে নিয়োগপত্র নিয়ে আমার ছেলে খুলনা বিআরটিএর চাকরিতে যোগদান করতে গিয়ে জানতে পারে সেটি ভুয়া। এমনকি পড়ে জানতে পারি, আমার মেয়েজামাই কোনো ডিএসবির এসআই নয়। বিষয়টি জানতে পেরে তাঁকে কল করা হলে পাওয়া যায়নি। সে আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল।’

ফারহানের শ্বশুর আরও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই ফারহান প্রতারণা করেছে। বিয়ের পর আমার মেয়ের ভরণপোষণও করেনি। শুনেছি এর আগেও সে একটি বিয়ে করেছে। ওই ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। আগের বিয়ের তথ্য গোপন করে এবং মিথ্যা পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছে। আমি এই প্রতারকের কঠিন বিচার চাই।’

আটককৃত ফারহান জানান, তিনি চাকরির জন্য তিন লাখ টাকা নিয়েছিলেন। সেই টাকাও আরেকজনকে দিয়েছেন। পুলিশ পরিচয়ে তিনি বিয়ে করেননি এবং পরবর্তীতে কখনো পরিচয় দেননি বলেও জানিয়েছেন ফারহান।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, স্থানীয়রা ভুয়া ডিএসবি এসআইকে আটক করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপপরিদর্শক আরও বলেন, আটককৃত ফারহানের মোবাইলে পুলিশের পোশাক পরিহিত ও পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তোলা ছবি পাওয়া গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত