Ajker Patrika

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে আবদুল কাদেরকে (৪৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। এ সময় বেকসুর খালাস পান মামলায় অভিযুক্ত অপর তিন আসামি। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত জানান এ তথ্য নিশ্চিত করেন। 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রামের কোমার ডোগা গ্রামের আবদুল কাদের স্ত্রী ঝর্ণা আক্তারকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করতেন। বিয়ের সময় যৌতুকের জন্য ৫০ হাজার টাকা দাবি করলে ঝর্ণার পরিবার ২০ হাজার টাকা দেন। বাকি ৩০ হাজার টাকা পরিশোধ করতে না পারেনি। এতে ঝর্ণার ওপর শুরু হয় নির্যাতন। ২০০৯ সালের ২৪ জুন রাতে ঝর্ণাকে হত্যা করে তাঁর মরদেহ পাশের পুকুরে ফেলেন কাদির। পরে ভোরে স্থানীয়রা পুকুর থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় ঝর্ণার বোন খালেদা বেগম বাদী হয়ে স্বামী আবদুল কাদেরসহ আরও সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) তদন্ত শেষে ২০১৫ স্বামী আবদুল কাদের, মনোয়ারা বেগম, নাজমা আক্তার ও আবদুছ ছাত্তার নামে চার আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার ঝর্ণার স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মামলার আইনজীবী প্রদীপ কুমার দত্ত বলেন, ‘মামলার আসামি তদন্তকারী কর্মকর্তাসহ ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সত্যতা প্রমাণিত হওয়াই আদালত আব্দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত