Ajker Patrika

সেবা পাইয়ে দিতে টাকা নিয়ে প্রতারণা, চমেক হাসপাতালে ৫ জন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সেবা পাইয়ে দিতে টাকা নিয়ে প্রতারণা, চমেক হাসপাতালে ৫ জন গ্রেপ্তার 

চমেক হাসপাতালে বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নামে রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার সকালে হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন—জুয়েল ইফতেখার শাওন (২৯), আলাউদ্দিন মাসুদ (৪২), সজীব হাওলাদার (২৪), মো. শামীম (২৮) ও ওমর ফারুক (৩২)। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে তাঁরা ওয়ার্ডের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। রোগীদের প্রাপ্য বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নামে বিভ্রান্ত করে তাঁরা টাকা হাতিয়ে নেন তারা। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে পাঁচলাইশ থানায় করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত