Ajker Patrika

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৬২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম আইসসহ মো. রফিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোরে হ্নীলার জামিমুরা ও সাবরাংয়ে পৃথক অভিযান চালিয়ে ওই সব মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়া এলাকার নাজিম উল্লাহর ছেলে। 

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল বসত-বাড়িতে ইয়াবা ও ক্রিস্টাল মেথ মজুত রাখার খবরে জুম্মাপাড়া মসজিদের সামনে অভিযানে যায়। এতে সিলিংয়ের ওপর অভিনব কায়দায় লুকানো ২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ রফিককে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ভোর রাত ৩টার দিকে সাবরাং বিওপির অপর একটি বিশেষ টহল দল পরিবেশ টাওয়ারের দক্ষিণ পাশে জনৈক মো. সালামের প্রজেক্ট এলাকায় একজন চোরাকারবারিকে ধাওয়া করার সময় তাঁর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। 

মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, উদ্ধার হওয়া মাদকসহ গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়নের জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সামনে ধ্বংস করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত