Ajker Patrika

চাঁদার দাবিতে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়ি পেটার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
চাঁদার দাবিতে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়ি পেটার অভিযোগ

নোয়াখালীতে চাঁদাবাজি ও চুরির মামলায় কারাগার থেকে বের হয়ে শিক্ষা কর্মকর্তা আবদুর রবকে প্রকাশ্যে হাতুড়ি পেটা করেছেন ফজলে এলাহী নামে এক যুবক। আজ শনিবার সকালে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। এর আগে গতকাল শুক্রবার দুপুরে জেলা শহর মাইজদীর রশিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষা কর্মকর্তা আবদুর রব নোয়াখালী সদর উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। 

ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা বলেন, আমি রশিদ কলোনি এলাকায় একটি বাড়ি নির্মাণ করছি। নির্মাণকাজের শুরু থেকেই স্থানীয় বখাটে ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা বেশ কিছু নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যান। বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ফজলে এলাহীকে গ্রেপ্তার করেন। কিন্তু গত কয়েক দিন আগে এলাহী কারাগার থেকে জামিনে ফিরে এসে নিজের দলবল নিয়ে পুনরায় আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। 

এরই জেরে গতকাল আমি আমার ছেলেকে নিয়ে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন আমাদের গতিরোধ করেন। পরে আমাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন তাঁরা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় রয়েছি। 

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত