Ajker Patrika

যুবলীগ নেতা সম্রাট হত্যার আরেক আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
যুবলীগ নেতা সম্রাট হত্যার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভা যুবলীগ সভাপতি দাঊদ সম্রাট হত্যা মামলার আরেকজন আসামি মো. নুর মোস্তফা শিমুলকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শিমুল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার আবুল মুনসুরের ছেলে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র‍্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বিকেলে সীতাকুণ্ড পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি দাঊদ সম্রাটকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর নিহত যুবলীগ নেতা সম্রাটের মা জেবুন্নেসা বাদী হয়ে সুনির্দিষ্ট কয়েকজনের নাম উল্লেখসহ ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পরোয়ানাভুক্ত আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াতে শুরু করেন। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করেন র‍্যাব-৭।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে নুরুল মোস্তফা শিমুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী ও চট্টগ্রাম অংশে ডাকাতির ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। তিনি হত্যা মামলার পাশাপাশি ডাকাতি মামলারও পরোয়ানাভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহাসড়কে ডাকাতি ও যুবলীগ নেতা সম্রাট হত্যাকাণ্ডে তাঁর জড়িত থাকার সত্যতা স্বীকার করেছেন শিমুল। 

উল্লেখ্য, এর আগে গত ১৬ এপ্রিল শুক্রবার বিকেলে পৌর সদরের ভূঁইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা সম্রাট হত্যাকাণ্ডের মূল আসামি মামুন ও তাঁর সহযোগী নুরুল হুদাকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরাও সম্রাট হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত