ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির জব্বারিয়া স্কুলসংলগ্ন বেলাল উদ্দীন চৌধুরীর ঘরে সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী সালমা সুলতানা ও তাঁর পরিবার। গতকাল শনিবার রাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সালমা সুলতানা বলেন, ‘বাড়ির পাশের সড়কে আমার চাচাতো দেবর মুহাম্মদ ইব্রাহিম (৪০) বালু ফেলার সময় দেবর ওমর ফারুক কোন মহাল থেকে দিচ্ছেন জানতে চাইলে ক্ষিপ্ত হন তিনি। এ সময় আমার দেবরকে গালিগালাজ করেন ইব্রাহিম। এ সময় আমার স্বামী বেলাল ও দেবর উমর ফারুকের সঙ্গে ইব্রাহিমের কথা-কাটাকাটি হয়। এরই জেরে গত বৃহস্পতিবার রাতে আনোয়ার বাদশা প্রকাশ আনসু ডাকাত, আফাজ উদ্দিন, সুজন, জবিরুলসহ আরও কয়েকজন হামলাকারী বাড়ি ঘেরাও করে এবং আমার স্বামী ও দেবরকে ঘর থেকে বের হতে বলেন। তাঁরা ঘর থেকে না বের হলে হামলাকারীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি চালান। একপর্যায়ে তাঁরা ঘরের জানালা ও কলাপসিবল গেট ভাঙচুর করে ঘরে ঢোকার চেষ্টা করেন।
‘একপর্যায়ে তাঁরা ঘরে ঢুকে আমার দেবরের স্ত্রী সানজিদার ব্যবহৃত একটি স্বর্ণের চেইন ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যান।’
সালমা সুলতানা আরও বলেন, ‘আনসু ডাকাত এলাকায় ত্রাস হয়ে চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ ৮টি মামলা রয়েছে। ঘটনার পর থেকে আমাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহায়তা কামনা করছি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের ফটিকছড়ির জব্বারিয়া স্কুলসংলগ্ন বেলাল উদ্দীন চৌধুরীর ঘরে সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী সালমা সুলতানা ও তাঁর পরিবার। গতকাল শনিবার রাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সালমা সুলতানা বলেন, ‘বাড়ির পাশের সড়কে আমার চাচাতো দেবর মুহাম্মদ ইব্রাহিম (৪০) বালু ফেলার সময় দেবর ওমর ফারুক কোন মহাল থেকে দিচ্ছেন জানতে চাইলে ক্ষিপ্ত হন তিনি। এ সময় আমার দেবরকে গালিগালাজ করেন ইব্রাহিম। এ সময় আমার স্বামী বেলাল ও দেবর উমর ফারুকের সঙ্গে ইব্রাহিমের কথা-কাটাকাটি হয়। এরই জেরে গত বৃহস্পতিবার রাতে আনোয়ার বাদশা প্রকাশ আনসু ডাকাত, আফাজ উদ্দিন, সুজন, জবিরুলসহ আরও কয়েকজন হামলাকারী বাড়ি ঘেরাও করে এবং আমার স্বামী ও দেবরকে ঘর থেকে বের হতে বলেন। তাঁরা ঘর থেকে না বের হলে হামলাকারীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি চালান। একপর্যায়ে তাঁরা ঘরের জানালা ও কলাপসিবল গেট ভাঙচুর করে ঘরে ঢোকার চেষ্টা করেন।
‘একপর্যায়ে তাঁরা ঘরে ঢুকে আমার দেবরের স্ত্রী সানজিদার ব্যবহৃত একটি স্বর্ণের চেইন ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যান।’
সালমা সুলতানা আরও বলেন, ‘আনসু ডাকাত এলাকায় ত্রাস হয়ে চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ ৮টি মামলা রয়েছে। ঘটনার পর থেকে আমাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহায়তা কামনা করছি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫