Ajker Patrika

টেকনাফে যুবককে ৯ ঘণ্টা বেঁধে নির্যাতন

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে যুবককে ৯ ঘণ্টা বেঁধে নির্যাতন

টেকনাফে চুরির অভিযোগে নুরুল আমিন নামের এক যুবককে ৯ ঘণ্টা বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল শনিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত যুবক স্থানীয় খুরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন জেলে। অর্থের অভাবে এখনো চিকিৎসা ও আইনি সেবা বঞ্চিত রয়েছেন বলে জানা যায়।

আহত ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্যঘের থেকে মাছ শিকার করে ফেরার পথে বৃষ্টির কারণে ইদ্রিসের বাড়ির সামনে আশ্রয় নেন নুরুল আমিন। এমন সময় দা, কিরিচ নিয়ে হামলা চালায় ওই বাড়ির লোকজনেরা। এরপর প্রধান সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সাড়ে ৯ ঘণ্টা বেঁধে নানা ভাবে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য উপস্থিত হয়ে তাঁকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

আহতের স্ক্রি শাহিনুর আক্তার জানান, তাঁর স্বামী একজন জেলে। মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে স্থানীয় ইদ্রিসের বাড়িতে অবস্থান নিলে নুরুল আলমের ছেলে ইদ্রিস তাঁর স্ত্রী আয়েশা খাতুন, তাজুল মুল্লুকের ছেলে বাবুল ও হেলাল মিলে দা, কিরিচ দিয়ে হামলা করেন। সেই সঙ্গে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।

তিনি আরও জানান, টাকার অভাবে চিকিৎসা ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। প্রয়োজনীয় ব্যবস্থা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গাফফার জানান, মাছ শিকার করে আসার পথে নুরুল আমিনের ওপর নির্মমভাবে হামলা চালায় তাঁরা। এ সময় তাঁর ওপর চুরির অভিযোগ করা হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তারপরেও গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত