Ajker Patrika

চাঁদপুর জেলা বিএনপির সভাপতির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৫: ৪৪
চাঁদপুর জেলা বিএনপির সভাপতির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

বিএনপির কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে দুপুর ১২টার দিকে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। 

জানা যায়, রায়ের বিষয়টি জানতে পেরে আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। অনেক নেতাকর্মী রাস্তায় শুয়েও পড়েন। এ সময় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। 

চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড সেলিম উল্লাহ সেলিম বলেন, ২০১৮ সালের নির্বাচন বানচালের অভিযোগে বিএনপির বিরুদ্ধে একটি গায়েবি মামলা করা হয়। কালীবাড়িতে ঘটনার দিন সভাপতি হাজারো নেতাকর্মী নিয়ে রেললাইন উত্তোলন করেছেন মর্মে অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে, যার নম্বর জিআর ৫৬১, এসটিসি ১/২২। 

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ওই গায়েবি মামলায় কোনো আসামি ছিল না। নতুন করে শেখ ফরিদ আহমেদ মানিকের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আজকে আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন তিনি। আমরা এই গায়েবি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রণজিৎ রায় চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ টি এম মোস্তফা কামাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত