Ajker Patrika

উচ্ছেদ শেষে ফেরার পথে রেল কর্মকর্তাদের গাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯: ৩১
উচ্ছেদ শেষে ফেরার পথে রেল কর্মকর্তাদের গাড়িতে হামলা

নগরের পাহাড়তলীর ঝাউতলা এলাকায় লেভেল ক্রসিং ঘেঁষে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করার সময় অবৈধ দখলদারদের বাধার মুখে পড়েন রেলের কর্মকর্তারা। এমনকি অভিযান শেষে ফেরার পথে ট্রলিতে (রেললাইন পরিদর্শনে ছোট যান) পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পান রেল কর্মকর্তারা। 

আজ সোমবার সন্ধ্যায় ঝাউতলা লেভেল ক্রসিং টি/২ এলাকায় এ ঘটনা ঘটে। লেভেল ক্রসিং দুর্ঘটনা এড়াতে ক্রসিংয়ের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালান বিভাগীয় প্রকৌশলী (ডিএন-১) আব্দুল হানিফ। 

সূত্র জানায়, ঝাউতলা কাঁচাবাজারের আশপাশ এলাকায় রেলের জায়গা অবৈধভাবে দখল করে মুরগির দোকান দিয়েছেন অনেকে। মুরগির বিভিন্ন ময়লা রেললাইনে ফেলে ডাস্টবিনে পরিণত করেছেন শেখ হাবিবুর রহমান বাবু (প্রকাশ মুরগি বাবু), মো. আজম, আলতাফসহ আরও কয়েকজন। রেলওয়ের কর্মকর্তারা উচ্ছেদ অভিযানে গেলে ৩০-৪০ জন জড়ো হয়ে রেল কর্মকর্তা ও আরএনবি সদস্যদের বাধা দেন। 

পরে সন্ধ্যা ৭টার দিকে রেল কর্মকর্তা আব্দুল হানিফসহ আরও কয়েকজন রেল কর্মচারী ট্রলিতে করে ফেরার পথে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা হয়। এতে অল্পের জন্য রক্ষা পান তাঁরা। 

বিভাগীয় প্রকৌশলী (ডিএন-১) আব্দুল হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রলিতে করে ফেরার পথে এই হামলা করা হয়। তবে আমরা কেউ হতাহত হয়নি। অভিযান চলমান থাকবে। লেভেল ক্রসিং ঘেঁষে কোনো অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত