Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১১: ১৩
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বালুখালী মধুরছড়া এলাকার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লকে ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুরছড়া এলাকায় ১৭ নম্বর ক্যাম্পের আবদুল আলীর ছেলে। 

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একদল দুর্বৃত্ত শাহ আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। কে কারা তাঁকে খুন করেছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, নেটওয়ার্কের সমস্যা থাকায় মোবাইল ফোনে কথা বলার জন্য বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান মোহাম্মদ শাহ। এ সময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে তাঁর স্বামীকে গুলি করে পালিয়ে যান। তবে কেন বা কী কারণে তাঁর স্বামীকে খুন করা হয়েছে তা তিনি বলতে পারেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত