Ajker Patrika

স্ত্রীকে দা দিয়ে জবাই করে হত্যা, জেলহাজতে স্বামী

চাঁদপুর প্রতিনিধি
স্ত্রীকে দা দিয়ে জবাই করে হত্যা, জেলহাজতে স্বামী

চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে স্ত্রী রুপা বেগমকে (৩০) হত্যার দায়ে স্বামী নাছির উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাছির উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে স্ত্রী রুপা বেগমকে হত্যা করে স্বামী নাছির উদ্দিন পালিয়ে যান। ওই দিনই পুলিশ কৌশল অবলম্বন করে নাছিরের মা এবং বোনকে দিয়ে তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। হত্যাকাণ্ড থেকে নাছিরকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতিও দেন। মা ও বোনের কথা শুনে নাছির চাঁদপুরে চলে আসার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে নাছির রফ রফ লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। চাঁদপুর লঞ্চঘাটের কাছাকাছি আসলে তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ করতে থাকেন। তখন চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের সদস্যরা সাদা পোশাকে লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় এবং তাঁকে গ্রেপ্তার করেন। 

আজ সকালে হত্যার ঘটনায় মৃত রুপার ভাই চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪। পরে দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক মকবুল হোসেন বলেন, নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, গতকাল দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে দা দিয়ে স্ত্রী রুপা বেগমকে জবাই করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নাছির তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান। পরে আমরা কৌশল অবলম্বন করে তাঁর পরিবারের মাধ্যমে নাছিরকে চাঁদপুর নিয়ে আসি এবং লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করি। 

ওসি আরও বলেন, নাছির তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত