নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: চীন থেকে পোশাক কারখানার এক্সেসরিজ প্লাস্টিক হ্যাঙ্গার আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমান সিগারেট এনেছে সাভারের ভার্সেটাইল আত্তিরে লিমিটেড। কন্টেইনারটিতে বিদেশি ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ৬০ লাখ শলাকা সিগারেট পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা। এতে রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে সাড়ে ১৪ কোটি টাকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে চালানটি খালাসের সময় এসব সিগারেট জব্দ করেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, প্রায় সাড়ে ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি ছিল সিগারেটের এ চালানে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ রাজস্ব ফাঁকি ঠেকাতে পেরেছি।
তিনি জানান, গত ২৮ মে চীনের সাংহাই বন্দর থেকে এমডি অ্যালিয়ন জাহাজযোগে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। পণ্য খালাসের জন্য আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের শেখ মুজিব রোডের জয়িতা ট্রেড করপোরেশন ১ জুন কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করেন। পরে শুল্কায়ন কার্যক্রম শেষে গতকাল বৃহস্পতিবার চালানটি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে খালাসের চেষ্টাকালে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম ডেলিভারি কাভার্ড ভ্যান তল্লাশি করেন। বিকেল ৬টায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের জেটি সরকার মো. জাতির হোসেন ও জেটি সরকারের সহকারী মো. নেছার উদ্দিন, বন্দর নিরাপত্তা কর্মকর্তা ও অন্য সংস্থার সদস্য ও প্রতিনিধিদের উপস্থিতিতে এআইআর কর্মকর্তারা পণ্য চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করেন। এ সময় ৩০০টি কার্টনের প্রতিটিতে সিগারেটের দুইটি ইনার কার্টন পাওয়া যায়। এতে বিদেশি তিনটি ব্যান্ডের মধ্যে ২০ লাখ শলাকা ইজি, ২০ লাখ শলাকা মন্ড ও ২০ লাখ শলাকা অরিস সিগারেট পাওয়া যায়। যার মোট নেট ওজন ৩ হাজার কেজি।
চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার সহকারী কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেন, চালানটিতে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট আমদানি করে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়। এ ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১ জুন) পুরান ঢাকার আরেক প্রতিষ্ঠান আজমিন ট্রেড সেন্টার ৫৪ টন সরিষা বীজ ঘোষণায় মালয়েশিয়া থেকে দুই কন্টেইনারে ১২ টন সরিষা বীজ এবং ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ আনে। চট্টগ্রাম কাস্টমস হাউস সেটি জব্দ করে। ৪২ টন পপি বীজের বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। এ ঘটনায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম: চীন থেকে পোশাক কারখানার এক্সেসরিজ প্লাস্টিক হ্যাঙ্গার আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমান সিগারেট এনেছে সাভারের ভার্সেটাইল আত্তিরে লিমিটেড। কন্টেইনারটিতে বিদেশি ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ৬০ লাখ শলাকা সিগারেট পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা। এতে রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে সাড়ে ১৪ কোটি টাকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে চালানটি খালাসের সময় এসব সিগারেট জব্দ করেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, প্রায় সাড়ে ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি ছিল সিগারেটের এ চালানে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ রাজস্ব ফাঁকি ঠেকাতে পেরেছি।
তিনি জানান, গত ২৮ মে চীনের সাংহাই বন্দর থেকে এমডি অ্যালিয়ন জাহাজযোগে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। পণ্য খালাসের জন্য আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের শেখ মুজিব রোডের জয়িতা ট্রেড করপোরেশন ১ জুন কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করেন। পরে শুল্কায়ন কার্যক্রম শেষে গতকাল বৃহস্পতিবার চালানটি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে খালাসের চেষ্টাকালে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম ডেলিভারি কাভার্ড ভ্যান তল্লাশি করেন। বিকেল ৬টায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের জেটি সরকার মো. জাতির হোসেন ও জেটি সরকারের সহকারী মো. নেছার উদ্দিন, বন্দর নিরাপত্তা কর্মকর্তা ও অন্য সংস্থার সদস্য ও প্রতিনিধিদের উপস্থিতিতে এআইআর কর্মকর্তারা পণ্য চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করেন। এ সময় ৩০০টি কার্টনের প্রতিটিতে সিগারেটের দুইটি ইনার কার্টন পাওয়া যায়। এতে বিদেশি তিনটি ব্যান্ডের মধ্যে ২০ লাখ শলাকা ইজি, ২০ লাখ শলাকা মন্ড ও ২০ লাখ শলাকা অরিস সিগারেট পাওয়া যায়। যার মোট নেট ওজন ৩ হাজার কেজি।
চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার সহকারী কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেন, চালানটিতে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট আমদানি করে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়। এ ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১ জুন) পুরান ঢাকার আরেক প্রতিষ্ঠান আজমিন ট্রেড সেন্টার ৫৪ টন সরিষা বীজ ঘোষণায় মালয়েশিয়া থেকে দুই কন্টেইনারে ১২ টন সরিষা বীজ এবং ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ আনে। চট্টগ্রাম কাস্টমস হাউস সেটি জব্দ করে। ৪২ টন পপি বীজের বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। এ ঘটনায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫