Ajker Patrika

কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের মামলায় সুমন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ৪৭
কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের মামলায় সুমন গ্রেপ্তার

কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার সকাল সাড়ে ১০টায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তার হওয়া সুমন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। সুমন ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর বৌবাজার এলাকার কানু মিয়ার ছেলে। তিনি মামলার ৪ নম্বর আসামি। 

কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনায় মামলার আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব দ্রুত অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।

গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়ায় কাউন্সিলরের অফিসে কাউন্সিলর সোহেল তাঁর রাজনৈতিক কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় একদল মুখোশধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন কাউন্সিলর এবং ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা। এ ঘটনায় কাউন্সিলর সোহেলের মাথাসহ শরীরে ৯টি এবং হরিপদ সাহার পেটে ও বুকে দুটি গুলি লাগে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় পার্শ্ববর্তী ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত