Ajker Patrika

চমেকের নালা থেকে দুই নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম 
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৭
চমেকের নালা থেকে দুই নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নালা থেকে দুই নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতালের জি ব্লকের সামনের নালা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্থানীয় পরিচ্ছন্ন কর্মীরা। পরে হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিস থেকে মরদেহ দুটি দাফন করা হয়। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, নবজাতক দুইটির মধ্যে একটি কালো পলিথিনে আরেকটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছিল। হাসপাতালের জি ব্লকের নিচতলায় করোনা ওয়ার্ডের সামনের নালা পরিষ্কার করার সময় সেগুলো দেখতে পায় পরিচ্ছন্ন কর্মীরা। 
 
পরিচ্ছন্ন কর্মী মো. কামাল বলেন, আজ সকালে নালা পরিষ্কারের সময় তিনি নবজাতক দুইটি দেখতে পাই। পলিথিনের ভেতর মোড়ানো থাকলেও নবজাতকগুলোর শরীরের কিছু অংশ বেরিয়ে ছিল। পরে নালা থেকে তুলে পলিথিন সরালে নবজাতকদের থেঁতলে যাওয়া শরীর দেখতে পাই। 

চমেকের নালা থেকে থেকে দুই নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছেপরিচ্ছন্ন কর্মী আরও বলেন, নবজাতক দুইটির মাথা পুরোপুরি থেঁতলে গেছে। নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। মনে হয় হাসপাতালের ওপর থেকে কেউ তাদের ফেলে দিয়েছে। অথবা কোন কুকুর তাদের এখানে নিয়ে এসেছে। 

হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাজীব কুমার দে বলেন, আমরা সকালে খবর পেয়ে বাচ্চা দুটির মরদেহ উদ্ধার করেছি। দেখে মনে হয়েছে তাদের বয়স আট-নয় মাসের মধ্যে। সম্ভবত তাদের ওপরের তলা থেকে কেউ ফেলে দিয়েছে। উদ্ধারের পর আমাদের লোকেরা সঠিক নিয়ম মেনে তাদের দাফন করেছে। 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকালে বিষয়টি জেনেছি। নবজাতকদের দাফনের বিষয়টি হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিস দেখেছে। এ ধরনের ঘটনা মেডিকেলে প্রায় ঘটে থাকে। যা খুবই দুঃখজনক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত