Ajker Patrika

চোর চক্রের আস্তানা থেকে ১২ সিএনজি অটোরিকশা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চোর চক্রের আস্তানা থেকে ১২ সিএনজি অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চুরির পর ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন ও ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করত একটি চক্র। চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড ও পাঁচলাইশ থেকে চক্রটির সদস্যদের আটক করতে সক্ষম হয় পুলিশ। 

আটকেরা হলেন—চক্রের হোতা মো. সবুজ (২৯), মোস্তফা রেজা ওরফে পিয়ারু (২৭) ও সাইফুল ইসলাম (৩০)। 

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, তাঁরা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চুরির পর সেগুলোর রং, ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন এবং ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করতেন। 

চোরাই সিএনজি অটোরিকশাসহ আটকের পর তাঁদের বিরুদ্ধে আজ শুক্রবার চান্দগাঁও থানায় পুলিশ পরিদর্শক আরিফুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। 

এই ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছেন বলে জানান উপকমিশনার মুহাম্মদ আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত