Ajker Patrika

সীতাকুণ্ডে আট লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে আট লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর হাংকার বিরিঞ্চী একাডেমি এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. রাসেল (৩০) ও চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা এলাকার মৃত নুরুচ্ছাপার ছেলে মো. পারভেজ (২৮)।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গতকাল রাতে মহাসড়কে ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান উপপরিদর্শক (এসআই) এইচ এম দেলোয়ার হোসেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

থানার পরিদর্শক আরও বলেন, একইদিন রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে পৌর সদরের দক্ষিণ বাইপাস সংলগ্ন মডার্ন হাসপাতালের সামনে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ মাহমুদ। অভিযানকালে বাসস্ট্যান্ড থেকে হেঁটে আসা যুবক পারভেজের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাঁকে দাঁড়াতে বললে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁর কাছ থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করে। 

পৃথক দুটি অভিযানে উদ্ধার করা ২ হাজার ৬৬৫ পিস ইয়াবার মূল্য প্রায় ৮ লাখ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত