Ajker Patrika

রোহিঙ্গা শিবিরে ১ বছরে গ্রেপ্তার ৪৭৮ 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা শিবিরে ১ বছরে গ্রেপ্তার ৪৭৮ 

কক্সবাজারের উখিয়ার ১১টি রোহিঙ্গা আশ্রয় শিবিরে গেল এক বছরে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৪৭৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার বিকেলে উখিয়ার ৮-এপিবিএন কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য উঠে আসে। 

৮-এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সব সময় তৎপর, আমাদের ৫টি পুলিশ ক্যাম্প রয়েছে। এ ছাড়া নির্মাণ করা হচ্ছে আরও দুইটি ক্যাম্প। উখিয়ার পাশাপাশি আমরা কক্সবাজার বিমানবন্দর ও ট্রানজিট ক্যাম্পেও কাজ করে যাচ্ছি।’ 

সভায় জানানো হয়,৮-এপিবিএনের সদস্যরা গত এক বছরে ৪৭৮ জন অপরাধী আটকের পাশাপাশি ৮ লাখ ৬৬ হাজার ৫৮৩ পিস ইয়াবা, ৮ টি আগ্নেয়াস্ত্র, ১৩২ টি দেশীয় অস্ত্র, ২৬ রাউন্ড গোলাবারুদ, ১১. ৩০ লিটার অ্যালকোহল, ১ কেজি ১৪ গ্রাম গাঁজা, ২৮৯ গ্রাম ইয়াবা গুঁড়া, ৫৮ লাখ ৬ হাজার ৮০ অবৈধ টাকা, ৫০ হাজার মূল্যের জালটাকা ও মিয়ানমারের ৩ লাখ ১৫ হাজার ১৮৫ কিয়াত বিভিন্ন অভিযানে জব্দ করে। 

প্রসঙ্গত, উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ৯ থেকে ১৬,১৮ ও ১৯ নং ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ এপিবিএন গত বছরের ১৭ জানুয়ারি ঢাকা থেকে স্থানান্তরিত হয়ে কাজ শুরু করে। এই ক্যাম্পগুলো তে বাস করে প্রায় ৪ লাখ রোহিঙ্গা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত