Ajker Patrika

মৃত নারী-শিশুদের ধর্ষণের আসামির ৩ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
মৃত নারী-শিশুদের ধর্ষণের আসামির ৩ দিনের রিমান্ড

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে এক মৃত নারী ও শিশু ধর্ষণের মামলায় পাহারাদার মো. সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। এর আগে গতকাল সোমবার সেলিমকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা করে।

জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৩২ বছরের এক মৃত নারীর সঙ্গে এবং সে বছর এপ্রিলে ১২ বছর বয়সী শিশুর মৃতদেহ চমেক হাসপাতালের লাশকাটা ঘরে আনা হয়েছিল। এদের মরদেহের ‘হাই ভেজাইনাল সোয়াব (এইচভিএস) ’ পরীক্ষার জন্য সিআইডির ঢাকা ল্যাবরেটরিতে পাঠিয়েছিলেন। পরীক্ষায় দুই মরদেহে শুক্রাণু পাওয়া যায়। পরীক্ষকেরা যা ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ে একই ব্যক্তির বলে নিশ্চিত হন।

সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগী দুজনের ধর্ষণ বা আঘাতের কোনো আলামত না থাকলেও এদের দেহে একই ব্যক্তির শুক্রাণু পাওয়ার বিষয়ে প্রাথমিক তদন্তে তা সেলিমের বলে নিশ্চিত হয়ে সি আইডি সেলিমকে জিজ্ঞাসাবাদ করে। সেলিম মৃত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার বিষয়টি স্বীকার করেন। গতকাল সিআইডি পুলিশ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত