Ajker Patrika

টেকনাফে স্বামীর হাতে সন্তান সম্ভবা স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার 

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে স্বামীর হাতে সন্তান সম্ভবা স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার 

কক্সবাজারের টেকনাফে স্বামীর হাতে সন্তান সম্ভবা গৃহবধূকে খুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ওই গৃহবধূ ইসলাম খাতুন (৩৫) সৈয়দ হোসেইনের স্ত্রী। এ ঘটনায় স্বামী সৈয়দ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোজাহের মিয়ার ছেলে। 

স্থানীয় ও অভিযোগকারী সূত্র জানায়, মঙ্গলবার সকাল বেলা স্থানীয় বাহারছড়া কচ্ছপিয়া করাচি পাড়া এলাকায় নিজের ৬ মাসের সন্তান সম্ভবা স্ত্রীকে ওড়না পেঁচিয়ে খুন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে গ্রেপ্তার করে। 

টেকনাফ থানার ওসি তদন্ত আবদুল আলিম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত