Ajker Patrika

এক বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
এক বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের গাছ চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন নাছির উদ্দিন ওরফে বাইট্টা নাছির (৩০)। সাজার ভয়ে ছয় বছর পালিয়ে ছিলেন তিনি। অবশেষে আজ শনিবার ভোরে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাজাপ্রাপ্ত নাছির ওই গ্রামের মৃত ইসহাক আহমদের ছেলে। 

থানা-পুলিশ জানান, ২০১৮ সালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করার অভিযোগে নাছিরের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বন বিভাগ। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে দীর্ঘ ছয় বছর আত্মগোপনে ছিলেন তিনি। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাজাপ্রাপ্ত নাছিরকে গ্রেপ্তার করতে একাধিকবার অভিযান চালায় পুলিশ। কিন্তু তাঁকে খোঁজ পাওয়া যায়নি। তিনি রাতে এলাকায় থাকতেন এবং ভোরে বের হয়ে যেত। 

ওসি আরও বলেন, দীর্ঘ ছয় বছর পর আজ ভোরে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত