Ajker Patrika

সীতাকুণ্ডে অর্ধ শতাধিক কলাগাছ কাটল দুর্বৃত্তরা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে অর্ধ শতাধিক কলাগাছ কাটল দুর্বৃত্তরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে অর্ধ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে অর্ধ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে রাতের আঁধারে কে বা কারা কলা গাছগুলো কেটে ফেলেছে তা জানা যায়নি। 

ক্ষতিগ্রস্ত বাগান মালিক শ্যামল শর্মা বলেন, কলা বাগানে রাতের আঁধারে দুর্বৃত্তরা ৫০ টিরও বেশি কলাগাছ কেটে ফেলার পাশাপাশি উপড়ে মাটিতে ফেলে দিয়েছে। আজ রোববার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে কলা বাগানে যাই। এ সময় কলা গাছগুলো মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখি। কারা কলা গাছগুলো কেটে ফেলেছেন তা বলতে পারি না। তবে যাদের সঙ্গে পূর্ব শত্রুতা রয়েছে তারা রাতের আঁধারে এ ধরনের কাজ করতে পারে। জড়িতদের চিহ্নিত করতে আইনের দ্বারস্থ হব। 

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, ‘সকালে কলা বাগানটি দেখা হয়েছে। বাগানের অর্ধ শতাধিক কলাগাছ মাটিতে পড়ে রয়েছে। যারা এ ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।’ 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগীর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত