Ajker Patrika

অস্ত্রসহ আরসা নেতা গ্রেপ্তার 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫: ১৯
অস্ত্রসহ আরসা নেতা গ্রেপ্তার 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আরসার এক নেতাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সংগঠনটির প্রশাসনিক পর্যায়ের নেতা ছৈয়দ আলম ওরফে মৌলভী ছৈয়দ (৪৭) রোহিঙ্গাদের কাছে ‘জিম্মাদার’ নামে পরিচিত। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে এই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৪-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ছৈয়দ আলম ওরফে মৌলভী ছৈয়দ (৪৭) উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের মৃত কাদের হোসেনের ছেলে।

এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আরসা নেতা সংগঠনটির গুরুত্বপূর্ণ পর্যায়ের প্রতিনিধি। সংগঠনটির প্রশাসনিক পর্যায়ের কার্যক্রম দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে উখিয়া থানায় মামলাও রয়েছে।

পুলিশ সুপার নাইমুল বলেন, ‘উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ নম্বর ব্লকে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কিছু সশস্ত্র লোক অবস্থান করছে—এ খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এপিবিএনের সদস্যরা সন্দেহজনক একটি ঘর ঘিরে ফেললে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করতে সক্ষম হয় এপিবিএন।

পুলিশ সুপার আরও বলেন, ‘আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুসারে তাঁর শোয়ার ঘরে বিছানার বালিশের নিচ থেকে একটি দেশি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক কথিত সংগঠন আরসার নাম ব্যবহার করে অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত। তিনি সংগঠনটির শীর্ষপর্যায়ের “জিম্মাদার” হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।’ 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান নাইমুল হক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত