Ajker Patrika

কক্সবাজারে ফল বিক্রেতাকে গলা কেটে হত্যা, আটক ২

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৫: ৫১
কক্সবাজারে ফল বিক্রেতাকে গলা কেটে হত্যা, আটক ২

কক্সবাজার শহরের মোহাজাহেরপাড়া এলাকায় মোহাম্মদ ওসমান (৩৪) নামে এক ফল বিক্রেতাকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফল বিক্রেতার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ ওসমান ওই এলাকার মৃত নূর আহাম্মদের ছেলে। তিনি জেলা সদর হাসপাতাল সড়কে ফল বিক্রি করতেন।

পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, ওসমান তাঁর নির্মাণাধীন বাড়িতে একা থাকতেন। প্রায় সময় বাড়িতে তাঁর বন্ধু-বান্ধবদের আসা-যাওয়া ছিল। গতকাল বুধবার রাতেও কয়েকজন বন্ধু মিলে বাড়ির ছাদে আড্ডা ও লুডু খেলছিল। পরে আজ সকালে তাঁর ভাগনি বাড়িতে ঢুকে ওসমানের গলাকাটা মরদেহ দেখতে পায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওসমানকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত