Ajker Patrika

রুমায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যার খবর

রুমা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ১১
রুমায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যার খবর

বিরোধের জেরে বান্দরবানের রুমায় একই পরিবারের চারজনসহ পাঁচজনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ‍্যা ইউনিয়নের আবু ম্রোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন আবু ম্রোপাড়ার পাড়াপ্রধান (কারবারি) লুং ই ম্রো (৬০), তাঁর চার ছেলে রুনতুই ম্রো (৩৫), লেং নি ম্রো (৩২), মেওয়াই ম্রো (৩০) ও রিং রাও ম্রো (২৮)। 

মুরুং বাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার জানিয়েছেন, পাঁচজনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছেন। ঘটনাস্থলে রুমা থানার পুলিশ যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গালেঙ্গ‍্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, বৃহস্পতিবার রাতে ওই পাড়ায় একটি সালিশ চলাকালে উত্তেজিত পাড়ার লোকজন ওই পাঁচ জনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

রুমা থানার পুলশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, দুর্গম এলাকায় ঘটনা ঘটায় এখনো পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। পরে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত