Ajker Patrika

রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ 

প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) 
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৫
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ্ (২৭)। ভুক্তভোগী শিশুটি (১২) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

শিশুটির বাবা জানান, তাঁর সন্তানকে অভিযুক্ত ওই মাদ্রাসাশিক্ষক আগে আরবি পড়াতেন। মঙ্গলবার দুপুরের দিকে তাঁর শিশুসন্তান মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ী এলাকার স্থানীয় একটি পুকুরপাড়ে সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক তাকে কাজ আছে বলে পার্শ্ববর্তী একটি ফোরকানিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে যান। এ সময় তাঁকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে তার হাতে ১০ টাকা দিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। কিন্তু শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মাকে সব বলে দেয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়ে ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাঈল বলেন, `শিশুটির বাবা বিষয়টি আমাকে জানালে শিশুটিকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিই। এ সময় শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছিল। অভিযুক্ত ওই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ শোনা গেলেও প্রমাণ পাওয়া যায়নি। তবে এবার শিশুটির সঙ্গে এমন ঘটনার পর বিষয়টি সামনে চলে এসেছে।'

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিলকী বলেন, '৯৯৯ থেকে একটা ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত