Ajker Patrika

সাত মাস আগে গাইবান্ধা থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৫: ১৮
সাত মাস আগে গাইবান্ধা থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার

অপহরণের সাত মাস পর ১৫ বছরের এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় মো. শাকিল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল সোমবার নগরীর পতেঙ্গা থানার ইপিজেড এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজস গ্রামের মজিদুল মিয়ার ছেলে। ওই কিশোরী গাইবান্ধা জেলা থেকে অপহৃত হয়। 

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার মঙ্গলবার বলেন, ভুক্তভোগী কিশোরী গাইবান্ধার পলাশবাড়ী এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শাকিল বিভিন্ন সময়ে তাঁকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি কিশোরী তাঁর বাবা-মাকে জানালে ক্ষিপ্ত হন শাকিল। পরে গত ২৮ মে ওই কিশোরীকে কোচিং শেষে বাড়ি ফেরার সময় শাকিলসহ দুই থেকে তিনজন অপহরণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত