Ajker Patrika

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৪: ২১
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! 

ধারদেনা করে বন্ধক নেওয়া ৪০ শতাংশ জমিতে সহস্রাধিক লাউ-কুমড়ো গাছ লাগিয়েছিলেন কৃষক নজির মিয়া। সবে সবজির গাছগুলোতে ফলন আসতে শুরু করেছে। গাছের প্রতিটি ডগায় ঝুলে ছিল চালকুমড়া, মিষ্টি কুমড়া ও লাউয়ের ফুল। কিন্তু রাতের আঁধারে জমির সব গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

এক দিন আগেও তরতাজা ফসলের গাছের পরিচর্যা করে গেছেন কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঢাকলাপাড়া এলাকার কৃষক নজির মিয়া (৫০)। কিন্তু গতকাল সোমবার সকালে খেতে এসে ছোট ছোট লাউ কুমড়া আর মৃত গাছগুলো হাতে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে আহাজারি করেন নজির মিয়া। এ সময় আশপাশে জড়ো হয়ে ছিলেন এলাকাবাসী ও কৃষকেরা। এ জঘন্য ঘটনায় নির্বাক ও ক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের কাছে অপরাধীর কঠোর শাস্তি দাবি করেন। 

সরেজমিনে দেখা যায়, ৪০ শতাংশ জমির সবগুলো গাছের গোড়া দিয়ে কেটে দেওয়া হয়েছে। গাছের পাতাগুলো রোদে নুয়ে পড়েছে। প্রতিটি গাছের ডগায় ঝুলে থাকা ছোট ছোট লাউ-কুমড়াগুলো ধরে আহাজারি করছেন নজির মিয়া ও তাঁর স্ত্রী। নজির মিয়া আর কয়েক দিন পর তিনটি খেত থেকে লক্ষাধিক টাকার সবজি বিক্রি করতে পারতেন। ধারদেনা ও কিস্তিতে টাকা নিয়ে অন্যদের জমি চাষাবাদ করেই সংসার ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালাতেন তিনি। 

এ বিষয়ে কৃষক নজির মিয়া অভিযোগ করে জানান, ‘ঢাকালাপড়া গ্রামের প্রতিবেশী জয়নাল মেম্বারের ভাতিজা আজিজ মালের ছেলে মনিরের সঙ্গে গত রবিবার সকালে লাউখেতের ঘাস কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির সময় নজিরকে এ এলাকায় কৃষি কাজ করতে দেবেন না বলে হুমকি দেন মনির। এ ঘটনার কথা নজির মিয়া খেতের মালিকসহ কয়েকজনকে জানালে তাঁরা পরে বিষয়টি সমাধান করবেন এবং তাঁদের ঝগড়া করতে নিষেধ করেন। গতকাল সোমবার সকাল ৯টায় খেতে আগাছা পরিষ্কার করতে এসে দেখতে পান জমির চাল কুমড়া ও মিষ্টি কুমড়ার সবগুলো গাছের গোড়া কাঁচি দিয়ে কেটে দেওয়া হয়েছে।’ 

খেতের সব গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মনিরের পিতা আজিজ মাল জানান, গতকাল ঘাস কাটা নিয়ে মনিরের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল। তবে মনির এ ঘটনার সঙ্গে জড়িত নয়। অন্য কেউ এ কাজ করে থাকতে পারে। তবে ঘটনাটি অমানবিক জানিয়ে তিনি এ ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। তবে এখনো কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ করেননি। তবু এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত