নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিগারেট নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মোহাম্মদ ইউসুফ (৭৫) নামের এক নৈশপ্রহরীকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্ত মোস্তফা ওরফে সোহাগ ওরফে সোহেলকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। সিগারেট এনে না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাকলিয়া থানার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম নগরের চকবাজার জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. শহীদুল ইসলাম জানান, বাকলিয়ার বউবাজার এলাকায় গত রোববার ভোররাতে দায়িত্ব পালন করছিলেন ইউসুফ। ভোর সাড়ে চারটার দিকে অভিযুক্ত সোহেল নাইটগার্ড ইউসুফের কাছে একটি সিগারেট চান। এ সময় অন্য লোকের কাছ থেকে একটা সিগারেট এনে দেন ইউসুফ। কিছুক্ষণ পর দ্বিতীয়বার ইউসুফের কাছে সিগারেট চেয়ে বসেন সোহেল। কিন্তু দ্বিতীয়বার সিগারেট না পেয়ে ইউসুফের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় পাশে থাকা একটি ইট দিয়ে ইউসুফের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন সোহেল। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘অভিযুক্ত সোহেল এবং নিহত ইউসুফ পূর্বপরিচিত ছিলেন। মাঝেমধ্যে তাঁদের কথা হতো। সোমবার ভোরে সিগারেট না পেয়ে ইউসুফকে খুন করেন সোহেল। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় সোহেলকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিগারেট নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মোহাম্মদ ইউসুফ (৭৫) নামের এক নৈশপ্রহরীকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্ত মোস্তফা ওরফে সোহাগ ওরফে সোহেলকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। সিগারেট এনে না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাকলিয়া থানার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম নগরের চকবাজার জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. শহীদুল ইসলাম জানান, বাকলিয়ার বউবাজার এলাকায় গত রোববার ভোররাতে দায়িত্ব পালন করছিলেন ইউসুফ। ভোর সাড়ে চারটার দিকে অভিযুক্ত সোহেল নাইটগার্ড ইউসুফের কাছে একটি সিগারেট চান। এ সময় অন্য লোকের কাছ থেকে একটা সিগারেট এনে দেন ইউসুফ। কিছুক্ষণ পর দ্বিতীয়বার ইউসুফের কাছে সিগারেট চেয়ে বসেন সোহেল। কিন্তু দ্বিতীয়বার সিগারেট না পেয়ে ইউসুফের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় পাশে থাকা একটি ইট দিয়ে ইউসুফের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন সোহেল। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘অভিযুক্ত সোহেল এবং নিহত ইউসুফ পূর্বপরিচিত ছিলেন। মাঝেমধ্যে তাঁদের কথা হতো। সোমবার ভোরে সিগারেট না পেয়ে ইউসুফকে খুন করেন সোহেল। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় সোহেলকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৯ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫