Ajker Patrika

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১ 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২১: ২৪
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১ 

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রিয়াজ উদ্দিন ছোটন (৩৩) নামের একজনকে আটক করা হয়েছে। কক্সবাজার র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আজ বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

রিয়াজ উদ্দিন ছোটন হলেন জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। ধর্ষণের ঘটনায় তাঁর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে। 

র‍্যাব সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট থেকে স্বামী-সন্তানকে জিম্মি করে এক পর্যটক নারীকে তুলে নিয়ে দুবার ধর্ষণ করে তিন যুবক। খবর পেয়ে কক্সবাজার হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার জিয়া গেস্ট ইন থেকে রাত দেড়টার দিকে ওই নারীকে উদ্ধার করে কক্সবাজার র‍্যাব-১৫। এ ঘটনায় দুজনকে শনাক্ত করা হয়েছে। 

কক্সবাজার র‍্যাব-১৫-এর লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানিয়েছেন, এ ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা গেছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যারাই জড়িত থাকুক, কঠোর শাস্তি পেতে হবে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন। 

জানা যায়, বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ ওই নারী কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁরা শহরের হলিডে মোড়ের একটি আবাসিক হোটেলে ওঠেন। বিকেলে সপরিবারে সৈকতের লাবণী পয়েন্টে ঘুরতে বের হন। এ সময় এক যুবকের সঙ্গে ওই নারীর স্বামীর ধাক্কা লাগলে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তাঁর আট মাসের সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। এ সময় আরেকটি সিএনজি অটোরিকশায় তাঁকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাঁকে ধর্ষণ করে তিনজন। 

এরপর তাঁকে নেওয়া হয় জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাঁকে ধর্ষণ করে ওই তিন যুবক। এ ঘটনা কাউকে না জানানোর জন্য শাসিয়ে যায় ধর্ষকেরা। তারা ওই নারীর সন্তান ও স্বামীকে হত্যা করার হুমকিও দেয়। 

ওই নারী জানান, জিয়া গেস্ট ইনের তৃতীয় তলার জানালা দিয়ে এক যুবকের সহায়তায় কক্ষের দরজা খোলেন তিনি। তারপর ফোন দেন ৯৯৯-এ। পুলিশ তাঁকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়। তারপর পাশের একজনের সহযোগিতায় এই খবর জানান র‍্যাবকে। তারা এসে তাঁকে উদ্ধার করে। তাঁর স্বামী ও সন্তানকে উদ্ধার করা হয় পর্যটন গলফ মাঠ এলাকা থেকে। 

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘সামান্য ধাক্কা লাগার কারণে তারা আমার কেন এত বড় ক্ষতি করল? অপরিচিত বলে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে গেলেও সেই জায়গা ও দুর্বৃত্তদের চিনতে পারিনি। বারবার হাতে-পায়ে ধরলেও তারা আমার স্ত্রীকে ফেরত দেয়নি। বেড়াতে এসেছিলাম বেতন পাওয়ার খুশিতে। এখন আমার স্ত্রীর অবস্থা ভালো না, তাকে নিয়ে চিন্তায় আছি। তার শরীরের অবস্থাও ভালো না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত