Ajker Patrika

সার কারখানার বর্জ্যযুক্ত পানি পানে ১৩ মহিষের মৃত্যুর অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
সার কারখানার বর্জ্যযুক্ত পানি পানে ১৩ মহিষের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল) বর্জ্যের বিষাক্ত পানি পানে ১৩টি মহিষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে সিইউএফএল কারখানার পশ্চিমের মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ১৪ এপ্রিল একই স্থানে দুটি গরুর মৃত্যুর হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বারশত ইউনিয়নের মাঝের চরে এলাকায় সিইউএফএলের সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে স্থানীয় মো. ইলিয়াছ, মো. ইব্রাহীম ও নুর মোহাম্মদের ১৩টি মহিষের মারা যান। অভিযোগ উঠেছে, গতকাল শনিবার রাতে সিইউএফএল কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের ঘোষণা ছাড়াই বিষাক্ত বর্জ্য খালে অবমুক্ত করে।

খবর পেয়ে স্থানীয়রা মৃত মহিষগুলো নিয়ে কারখানার মূল ফটকের সামনে নিয়ে যান। পরে ক্ষতিগ্রস্তরা সার কারখানায় এ ব্যাপারে অভিযোগ করেন। ২২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মহিষের মালিকেরা।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, ‘সিইউএফএলের সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে এলাকাবাসীর ১৩ মহিষ মারা গেছে। আমরা বিষয়টি সার কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ আকারে জানিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে সিইউএফএল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছিল খালের পানি পান করে কয়েকটি মহিষের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত