Ajker Patrika

ভোলার তজুমদ্দিনে নেশা জাতীয় দ্রব্য স্প্রে করে ডাকাতি

প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)
আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১: ১৫
ভোলার তজুমদ্দিনে নেশা জাতীয় দ্রব্য স্প্রে করে ডাকাতি

ভোলার তজুমদ্দিনে ঘরের মধ্যে নেশা জাতীয় দ্রব্য স্প্রে করে ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে এ স্প্রে দিয়ে বাসিন্দাদের অজ্ঞান করে জানালার গ্রীল ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অচেতন চারজনকে বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালাশা গ্রামের রুহুল আমিন মাষ্টারের বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। পুলিশের ধারণা, সবাই ঘুমিয়ে গেলে ঘরের বাহির থেকে ভিতরে নেশা জাতীয় দ্রব্য স্প্রে করলে ঘরের সবাই অচেতন হয়ে পড়ে। এই সুযোগে জানালার গ্রীল ভেঙ্গে ঘরে ডুকে দুর্বৃত্তরা ৭/৮ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ৩টি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

পরদিন সকালে ইয়াছমিন বেগম হেলেন নামের এক নারী ডিমের জন্য এসে এ অবস্থা দেখে এলাকার লোকজন ডাকেন। এ ঘটনায় অচেতনরা হলেন- আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার (৭৫), রিজিয়া বেগম (৭০), হাফসা বেগম (৩০) ও সাইফা (১০)। করোনার কারণে তাঁদের হাসাপাতালে না এনে বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত