Ajker Patrika

কাঠালিয়ায় ইজিবাইকচালককে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৯: ২৩
কাঠালিয়ায় ইজিবাইকচালককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির কাঠালিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কবির মোল্লা (৪৫) নামে এক ইজিবাইকচালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে।

আজ সোমবার বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মোলাখালীতে এ ঘটনা ঘটে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিকেলে আলতাফ ও চাঁন মিয়া সঙ্গে কবির মোল্লার জমির বিরোধ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় কুপিয়ে কবির মোল্লাকে হত্যা করা হয়। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫) আহত হন। অপরপক্ষের মো. আলতাফ ও তাঁর ছেলে মিরাজ আহত হয়।
 
গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ এ ঘটনায় মো. আলতাফ (৬২), তাঁর পুত্র মো. মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝো ভাই চাঁন মিয়া মোল্লা (৫০), তাঁর ছেলে সাগর মোল্লাকে (২৫) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত