Ajker Patrika

বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যা

বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যা করার অভিযোগে বাপ্পি সরদার তুষার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নলছিটি চায়না মাঠ সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, নিহত স্মৃতি আক্তারের (৩৫) সঙ্গে তাঁর আপন মামাতো ভাই বাপ্পি সরদার তুষারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাপ্পি একাধিকবার স্মৃতিকে ধর্ষণ করে। এ অবস্থায় বাপ্পিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল স্মৃতি। গত ২৫ এপ্রিল রাতে ঘরের দরজা খুলে স্মৃতিকে পাশের একটি ফসলের মাঠে নিয়ে বাপ্পি তাকে ধর্ষণ করে। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার পরে শ্বাসরোধে হত্যা করা হয়। তাঁর লাশ ফসলের মাঠে ফেলে পালিয়ে যায় বাপ্পি সরদার। 

পরের দিনদুপুরে বাড়ির পাশে ফসলের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাপ্পি সরদারকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর স্মৃতিকে হত্যার কথা স্বীকার করেন। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শংকর দাস ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত