Ajker Patrika

গৌরনদীতে ইশরাকসহ বিএনপির ১৩০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০০: ৪০
গৌরনদীতে ইশরাকসহ বিএনপির ১৩০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

গৌরনদীতে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে শনিবার সকালে। এ সময় ৭টি মোটরসাইকেল ভাঙচুর ও মাহিলাড়া মডার্ন ক্লাব ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীরা। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় ১৩০ জন বিএনপি নেতা কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। 

মামলাটি করেছেন যুবলীগ নেতা রাসেল রাঢ়ি। পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকায় এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। 

মাহিলাড়া বাজার কমিটির সভাপতি ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সহিদ সরদার বলেন, ভোর সোয়া ৬টার দিকে বাড়ি থেকে এসে মোটরসাইকেল রেখে আমরা ১৫ থেকে ২০ জন নেতা কর্মী মডার্ন ক্লাবের সামনে রাস্তায় অবস্থান করেছিলাম। হঠাৎ করে ৩০ থেকে ৪০টি গাড়ি এসে আমাদের দলীয় অফিসের সামনে অবস্থান নেয়। আমাদের দেখে ইশরাকের ক্যাডার বাহিনী মডার্ন ক্লাব ও আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে অফিসে থাকা চেয়ার-টেবিল-টিভি ভাঙচুর করে। এছাড়াও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আবুল হাসানাত আবদুল্লাহর ছবি ছিঁড়ে ফেলে। 

সহিদ সরদার আরও বলেন, হামলাকারীরা অফিসের সামনে রাখা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। আমাদের নেতা কর্মীদের ওপর হামলা চালিয়ে মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদার ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রারিসহ আরও কয়েকজন আহত করার কারণে মামলাটি করা হয়েছে। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, যুবলীগ নেতা কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ি বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করে ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনসহ ১৩০ জন বিএনপি নেতা কর্মীকে আসামি করা হয়েছে। 

এই পুলিশ কর্মকর্তা জানান, ইশরাক হোসেনের সফরসঙ্গী বরগুনার বিএনপি নেতা মনিরুল ইসলাম, পাথরঘাটা বিএনপির নেতা পলাশ হোসেন, ভোলার বিএনপি নেতা সফিউদ্দিনসহ ৭ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত