Ajker Patrika

ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১ 

ভোলা প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৭: ২৫
ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১ 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাধা দেয় পুলিশ। এ সময় জেলা বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশসহ আরও অন্তত ৫০ জন আহত হয়েছে।

তবে বিএনপি দাবি করছে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে তাঁদের এক কর্মী নিহত হয়েছেন। নিহত বিএনপি কর্মীর নাম আব্দুর রহিম (৪০)। তিনি ভোলা সদরের বাসিন্দা।

জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর এ দাবি করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে আজকেই সংবাদ সম্মেলন করা হবে।

এদিকে সংঘর্ষের ঘটনায় ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হেসেনসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ২০ জন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাধা দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকাভোলা সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই কবির হোসেন উকিল আজকের পত্রিকাকে জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় একপর্যায়ে পুলিশ শটগানের গুলি চালিয়েছে। তিনি একজন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এসআই কবির হোসেন জানান, বিএনপির নেতা কর্মীরা অনুমতি না নিয়ে মিছিল করলে পুলিশ এতে বাধা দেয়। তখন বিএনপি নেতা কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও শটগানের গুলি চালায়।

তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত