Ajker Patrika

ক্ষমতা গ্রহণের পর ১৩ হাজারাকে হত্যা করেছে তালেবান

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০২: ৩৮
ক্ষমতা গ্রহণের পর ১৩ হাজারাকে হত্যা করেছে তালেবান

১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। পর দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ দইকোন্দির সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর অন্তত ১৩ জনকে হত্যা করেছে তালেবান সেনারা।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগে ৯ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখিয়েছে, জুনে গাজনি প্রদেশে একই গোষ্ঠীর আরও ৯ জন তালেবানের হাতে নিহত হয়েছে।

আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয়, ৩০ আগস্ট ৩০০ জন তালেবান যোদ্ধা দইকোন্দির খিদর জেলায় ঢুকে আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক ১১ সদস্যকে হত্যা করে। পার্শ্ববর্তী একটি নদী তীরে তাদের গুলি করে হত্যা করা হয়। এ সময় ক্রসফায়ারে পড়ে একই গোষ্ঠীর ১৭ বছরের এক মেয়ে ও ২০ বছর বয়সের সদ্য বিবাহিত এক পুরুষ নিহত হয়। নিহতদের বয়স ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে।

হাজারা গোষ্ঠীর লোকজন শিয়া ধর্মের অনুসারী। ১৯৯৬-২০০১ সালের তালেবান শাসনামলেও এ জনগোষ্ঠী ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত