Ajker Patrika

তলবের চিঠি পেয়ে জবাবও দিয়েছেন ড. ইউনূস, দুদক বলছে মিথ্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৮: ৩৯
তলবের চিঠি পেয়ে জবাবও দিয়েছেন ড. ইউনূস, দুদক বলছে মিথ্যা

অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করে পাঠানো চিঠির বিষয়টি অস্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে জানতে চাইলে দুদকের একাধিক কর্মকর্তা খবরটি মিথ্যা বলে দাবি করেন।

ড. ইউনূসকে তলবের বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, একদম ফেক। কোনো সত্যতা নেই। যেসব সাংবাদিক এ তথ্য ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করেন। 

দুদকের তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান বলেন, ‘এটা মিথ্যা সংবাদ। তলব করলে তো আমিই করতাম। আমি তদন্তকারী কর্মকর্তা।’ দুদকের সচিব মাহবুব হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। 

আজ মঙ্গলবার ড. ইউনূসসহ ১৩ ব্যক্তিকে দুদকে তলবের একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ-সংক্রান্ত একটি চিঠি আজকের পত্রিকার কাছে রয়েছে।  ওই চিঠিতে প্রাপকের ঠিকানায় ড. ইউনূসের ঠিকানা উল্লেখ করা হয়েছে। 

গত ২৭ সেপ্টেম্বর দুদক থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় বক্তব্য প্রদানের জন্য ৫ অক্টোবর দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে অনুরোধ করা হয়েছে। 

এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুদকের চিঠিটি পেয়েছি। এ বিষয়ে দুদককে পাল্টা চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে ৫ অক্টোবর ড. ইউনূস দুদকে যাবেন বলেও নিশ্চিত করেছেন।’  

এ বিষয়ে আজ দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এটা তো আমার জানার কথা নয়। আইও জানবেন। কারণ তাঁকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। মামলাসংক্রান্ত বিষয়ে কারও বক্তব্যের দরকার হলে তাঁকে তলব করতেই পারেন তদন্তকারী কর্মকর্তা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত