Ajker Patrika

নদীতে ড্রেজারের পাইপ নৌ চলাচল ব্যাহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০: ৪৯
নদীতে ড্রেজারের পাইপ  নৌ চলাচল ব্যাহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার সাহাপুর-ভাটিবন্দর সেতুর পাশে মারীখালি নদীতে ড্রেজারের পাইপ স্থাপন করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। এতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় লোকজন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় ছগির হোসেন, নূর হোসেন ও তপনসহ কয়েকজন ব্যক্তি সাহাপুর এলাকায় মারীখালি নদীতে ভাটিবন্দর সেতুর পাশে ড্রেজারের পাইপ স্থাপন করেছেন। কয়েক দিন ধরে এ নদীপথে পণ্যবাহী ট্রলার, বালুবাহী বাল্কহেডসহ বড় নৌযান চলাচলে ব্যাহত হয়েছে। অনেক নৌযান এসে পুনরায় ফিরে অন্য পথে যাচ্ছে। এতে তেল খরচের পাশাপাশি সময়ও অপচয় হচ্ছে। আবার স্থানীয় লোকজন ট্রলারে করে ইট, পাথর ও অন্য মালামাল পরিবহন করতে পারছেন না। ড্রেজারের পাইপটি পরিকল্পিতভাবে বসিয়ে নৌযান চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় লোকজন।

ভাটিবন্দর গ্রামের শামসুল আলম জানান, অপরিকল্পিতভাবে ড্রেজারের পাইপ বসানোর কারণে নদীতে মালবাহী বড় নৌযান চলাচল করতে পারছে না। ব্রিজের সামনে পাইপ বসানোর কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা।

ভাটিবন্দর এলাকার সালাউদ্দিন জানান, ‘নদীতে পাইপ বসানোর কারণে ট্রলার আসতে পারছে না। ফলে আমার বাড়ির কাজের জন্য নির্মাণসামগ্রী আনতে পারছি না। দ্রুত ড্রেজারের পাইপ সরানোর দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী জানান, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত