Ajker Patrika

বেলকুচিতে স্বামী-স্ত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ৩২
বেলকুচিতে স্বামী-স্ত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামে নিজ ঘরে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তিরা হলেন কামারপাড়া গ্রামের দিজুগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ঘোষ (২৮) ও তাঁর স্ত্রী তমা রানী ঘোষ (১৯)। তবে গৌরাঙ্গের মা এবং ভাই দুই রকমের কথা বলায় বিষয়টি রহস্যজনক বলছে পুলিশ।

গৌরাঙ্গের মা রুবী রানী ঘোষ জানান, বৃহস্পতিবার রাতে একসঙ্গে খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল ১০টা বেজে গেলেও ঘুম থেকে না ওঠায় তিনি তাঁদের ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, দুজনে পড়ে আছেন। তিনি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন, কিছুই বুঝতে পারেননি।

এদিকে গৌরাঙ্গের ছোট ভাই আনন্দ ঘোষ জানান, তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন। সকালে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন, গৌরাঙ্গ ঘরে ঝুলে আছেন, আর তমা রক্তমাখা অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তিনি আরও জানান, ভাড়া বাসা থেকে চার দিন হলো গৌরাঙ্গ বাড়িতে এসেছেন। তাঁদের মধ্যে নিত্য কলহ লেগে থাকত।

প্রতিবেশী অমল ঘোষ জানান, এক বছর আগে গৌরাঙ্গ ঘোষের সঙ্গে গাজীপুরের টঙ্গী এলাকার তপন ঘোষের মেয়ে তমা ঘোষের বিয়ে হয়। তবে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্য দ্বন্দ্ব চলছিল। সকালে শুনতে পান, ঘরে গৌরাঙ্গ ও তমার রক্তমাখা লাশ পড়ে আছে। তবে তাঁদের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি গৌরাঙ্গ ঘোষ ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রানী ঘোষের রক্তাক্ত মরদেহ পড়ে আছে ঘরের মেঝে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

সিরাজগঞ্জের বেলকুচি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ বলেন, দুজনের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। মৃত্যুর বিষয়টি উদ্‌ঘাটন করতে পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথভাবে কাজ করছে। প্রাথমিকভাবে দেখা যায়, তমার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর গৌরাঙ্গর দুই হাতের কবজির রগ কাটা রয়েছে এবং গলার ওপর থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। জানা গেছে, তাঁর দেহটি ঝুলন্ত ছিল। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত