Ajker Patrika

জবরদস্তি আইনের চোখে অপরাধ

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
জবরদস্তি আইনের চোখে অপরাধ

প্রশ্ন: আমার বয়স ২৬ বছর। বাবা মারা গেছেন ৩ বছর হলো। তিনি সরকারি চাকরি করতেন। বাবার পেনশনের টাকাসহ এককালীন সব টাকা আমার মা পেয়েছেন এবং পাচ্ছেন। এটা দিয়ে তাঁর সংসার চলছে। আমি অবিবাহিত এবং আমার আরও বড় দুই ভাই আছেন। মা আর আমি ভাইদের থেকে আলাদা সংসারে থাকি। বাড়িটা বাবার বানানো। এই বাড়ি তিনি মায়ের নামে লিখে দিয়েছেন। এখন ভাইয়েরা প্রতি মাসে এখানে এসে আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। মা এত দিন সুস্থ ছিলেন। তিনি সব সামলেছেন। ছেলেদের এমন আচরণে আর বয়সের কারণে তিনি এক মাস ধরে শয্যাশায়ী। আমি জানি, ভাইদের অধিকার আছে এই বাড়িতে। কিন্তু আমার মায়ের মানসিক ও শারীরিক অবস্থা নিয়েও চিন্তিত। ভাইদের নামে এখনই বাড়ি লিখে দিলে তাঁরা আমাদের এখানে থাকতে দেবেন কি না, তা নিয়েও সন্দেহ আছে। তাই জানতে চাচ্ছি, এ ক্ষেত্রে আইনি কী ব্যবস্থা নিতে পারি?
কোহিনুর, টাঙ্গাইল

আপনাদের পরিবারের এই সমস্যা আমাদের দেশে অনেক পরিবারেই দেখা যায়। বাড়িটি যেহেতু আপনার মায়ের নামে আপনার বাবা লিখে দিয়েছেন, তাই আপনার ভাইদের এই বাড়ির ওপর আইনত কোনো অধিকার নেই। বাড়ির একমাত্র মালিক আপনার মা।

আপনার মায়ের অবর্তমানে ওয়ারিশানদের মধ্যে বাড়িটি মুসলিম আইন অনুযায়ী ভাগ হবে। তাতে আপনার ভাইয়েরা যা পাবেন, আপনি বোন হিসেবে তার অর্ধেক পাবেন। আর আপনার মা যদি জীবিত থাকাকালীন আপনাকে তাঁর বাড়িটি হেবা করে দেন, তাহলে আপনার ভাইদের তখন এই বাড়ির ওপর কোনো আইনগত অধিকার থাকবে না।

তাই আপনার ভাইয়েরা যদি আপনার মাকে বাড়ি তাঁদের লিখে দিতে বলেন অথবা এ নিয়ে জোরজবরদস্তি করেন, তাহলে তা আইনের চোখে অপরাধ। এ জন্য আপনার মা তাঁদের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি জিডি করতে পারেন। এতে কাজ না হলে পরে তিনি ছেলেদের বিরুদ্ধে মামলা করতে পারেন।

পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন,অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত