Ajker Patrika

অমির বিরুদ্ধে মানবপাচারের মামলা, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক
অমির বিরুদ্ধে মানবপাচারের মামলা, তদন্তে সিআইডি

ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে এবার মানবপাচারের মামলা হয়েছে। রাজধানীর দক্ষিণখান থানায় বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করা হয়।

মামলায় অমি ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে পাঁচ-সাতজনকে। এর আগেও পাসপোর্ট অপরাধ আইনসহ অমির বিরুদ্ধে দুটি মামলা হয়।

দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বলেন, আব্দুল কাদির নামের এক ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি করেছেন। বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

পুলিশ সূত্র বলছে, ক্লাবপাড়ায় পরিচিত মুখ অমি। বিদেশে কর্মী পাঠানোর সূত্র ধরে সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে অমির ঘনিষ্ঠতা আছে। তাঁর মাধ্যমেই শত শত কর্মী বিদেশে পাঠিয়ে ও প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

ঢাকার অদূরে বিরুলিয়ায় বোট ক্লাবে গত ৮ জুন মধ্যরাতে পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে সাভার থানায় দায়ের করা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন অমি। মামলার দুই নম্বর আসামি ছিলেন তিনি। অমিকে গ্রেপ্তারের সময় বিদেশি মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তাঁকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত