ইফফাত গিয়াস আরেফিন
প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। গত বছর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। সম্প্রতি জানতে পারি, আমার স্বামীর আরও একটি পরিবার আছে, যারা দেশে থাকে না। স্বামী নিজেও এখানে থাকে না। বিয়ের সময় প্রথম বিয়ের কথা জানায়নি। আমি জানার পর স্বীকার করেছে এবং জানিয়েছে, প্রথম বউয়ের মতেই বিয়ে হয়েছে। আমি এই সংসার করতে চাই না। সে আমাকে তালাক দেবে না বলে জানিয়েছে। পুরো দেনমোহরের টাকাও সে দেয়নি। আমাকে সে এত দিন চাকরিও করতে দেয়নি। বিদেশ থেকে আমাকে নিয়ন্ত্রণ করত। আর বলত, আমাকে নিয়ে যাবে। আমি নতুন করে জীবন শুরু করতে চাই। আর অবশ্যই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চাই। নাম প্রকাশে অনিচ্ছুক, কুমিল্লা।
উত্তর: আপনার স্বামী যে তাঁর প্রথম বিয়ের কথাটি গোপন করে গেছেন, তা প্রতারণার শামিল। আপনাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে বলেছেন। সে ক্ষেত্রে অবশ্যই বিয়ে রেজিস্ট্রি করে হওয়ার কথা। বিয়ের সময় দুই পক্ষকেই জানাতে হয় বৈবাহিক অবস্থা কী; অর্থাৎ তাঁরা কি বিবাহিত নাকি তালাকপ্রাপ্ত, নাকি কুমার/কুমারী, অর্থাৎ সেটি তাঁদের প্রথম বিয়ে কি না। সেখানে আপনার স্বামী যদি নিজেকে কুমার বলে বিয়ে করে থাকেন, তাহলে তিনি আইনত দণ্ডনীয় অপরাধ করেছেন। এ বিষয়ে আপনি স্থানীয় থানায় তাঁর নামে মামলা করতে পারবেন। এমনকি তিনি যদি প্রথম পক্ষের অনুমতি নিয়েও থাকেন, তাহলেও তিনি অপরাধী। আপনি এ জন্য তাঁকে তালাক দিতে পারবেন। আপনার স্বামী আপনাকে তালাক দিন বা না দিন। কাবিননামার ১৮ নম্বর ক্লজে আপনাকে সে ক্ষমতা দেওয়া আছে। আপনি তাঁর দেশের ও বিদেশের ঠিকানায় এবং ই-মেইল করে তালাকের নোটিশ পাঠাতে পারেন।
দেনমোহরের পুরো টাকা তিনি দেননি বলেছেন। এ ক্ষেত্রে দেনমোহরের টাকা আপনার প্রাপ্য। তালাক যে পক্ষই দিক না কেন, স্বামীকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। কাজেই তালাকের নোটিশের সঙ্গে আপনি দেনমোহরের বাকি টাকা পরিশোধের জন্য একটি নোটিশ পাঠাতে পারেন। এতে যদি কাজ না হয়, সে ক্ষেত্রে আপনি পারিবারিক আদালতে দেনমোহর এবং তিন মাসের খোরপোশ (যদি আগের ভরণপোষণ দিয়ে থাকে), অনাদায়ে বিয়ের পর থেকে তালাকের নোটিশ দেওয়ার পরের তিন মাসের ভরণপোষণের জন্য আবেদন করতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। গত বছর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। সম্প্রতি জানতে পারি, আমার স্বামীর আরও একটি পরিবার আছে, যারা দেশে থাকে না। স্বামী নিজেও এখানে থাকে না। বিয়ের সময় প্রথম বিয়ের কথা জানায়নি। আমি জানার পর স্বীকার করেছে এবং জানিয়েছে, প্রথম বউয়ের মতেই বিয়ে হয়েছে। আমি এই সংসার করতে চাই না। সে আমাকে তালাক দেবে না বলে জানিয়েছে। পুরো দেনমোহরের টাকাও সে দেয়নি। আমাকে সে এত দিন চাকরিও করতে দেয়নি। বিদেশ থেকে আমাকে নিয়ন্ত্রণ করত। আর বলত, আমাকে নিয়ে যাবে। আমি নতুন করে জীবন শুরু করতে চাই। আর অবশ্যই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চাই। নাম প্রকাশে অনিচ্ছুক, কুমিল্লা।
উত্তর: আপনার স্বামী যে তাঁর প্রথম বিয়ের কথাটি গোপন করে গেছেন, তা প্রতারণার শামিল। আপনাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে বলেছেন। সে ক্ষেত্রে অবশ্যই বিয়ে রেজিস্ট্রি করে হওয়ার কথা। বিয়ের সময় দুই পক্ষকেই জানাতে হয় বৈবাহিক অবস্থা কী; অর্থাৎ তাঁরা কি বিবাহিত নাকি তালাকপ্রাপ্ত, নাকি কুমার/কুমারী, অর্থাৎ সেটি তাঁদের প্রথম বিয়ে কি না। সেখানে আপনার স্বামী যদি নিজেকে কুমার বলে বিয়ে করে থাকেন, তাহলে তিনি আইনত দণ্ডনীয় অপরাধ করেছেন। এ বিষয়ে আপনি স্থানীয় থানায় তাঁর নামে মামলা করতে পারবেন। এমনকি তিনি যদি প্রথম পক্ষের অনুমতি নিয়েও থাকেন, তাহলেও তিনি অপরাধী। আপনি এ জন্য তাঁকে তালাক দিতে পারবেন। আপনার স্বামী আপনাকে তালাক দিন বা না দিন। কাবিননামার ১৮ নম্বর ক্লজে আপনাকে সে ক্ষমতা দেওয়া আছে। আপনি তাঁর দেশের ও বিদেশের ঠিকানায় এবং ই-মেইল করে তালাকের নোটিশ পাঠাতে পারেন।
দেনমোহরের পুরো টাকা তিনি দেননি বলেছেন। এ ক্ষেত্রে দেনমোহরের টাকা আপনার প্রাপ্য। তালাক যে পক্ষই দিক না কেন, স্বামীকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। কাজেই তালাকের নোটিশের সঙ্গে আপনি দেনমোহরের বাকি টাকা পরিশোধের জন্য একটি নোটিশ পাঠাতে পারেন। এতে যদি কাজ না হয়, সে ক্ষেত্রে আপনি পারিবারিক আদালতে দেনমোহর এবং তিন মাসের খোরপোশ (যদি আগের ভরণপোষণ দিয়ে থাকে), অনাদায়ে বিয়ের পর থেকে তালাকের নোটিশ দেওয়ার পরের তিন মাসের ভরণপোষণের জন্য আবেদন করতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫