Ajker Patrika

মনিরামপুরে এক দিনে তিনজনের অপমৃত্যু

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৯
মনিরামপুরে এক দিনে তিনজনের অপমৃত্যু

যশোরের মনিরামপুরে এক দিনে তিনটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে গলায় ফাঁস দিয়ে নগেন্দ্রনাথ বিশ্বাস (৭০) ও বিষপানে বিল্লাল হোসেন (২৫) আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবার। আর বিদ্যুতের খুঁটি চাপা পড়ে মৃত্যু হয়েছে মমিনুর রহমান (২২) নামের এক যুবকের। গতকাল শুক্রবার মনিরামপুর থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল বলেন, দেহে ক্যানসার বাসা বাধায় শারীরিক ও মানসিক কষ্ট নিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঘর থেকে বেরিয়ে যান কুলটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের বলহরি বিশ্বাসের ছেলে নগেন্দ্রনাথ বিশ্বাস। এরপর তিনি ঘরের পাশের একটি আমগাছের সঙ্গে রশি জড়িয়ে গলায় ফাঁস দেন। শুক্রবার ভোর ছয়টার পর স্বজনেরা তাঁর লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়।

এসআই যোগেশ বলেন, ঘটনাস্থলে গিয়ে সব জেনে বুঝে স্বজনদের অনুরোধে লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম বলেন, ১৫-১৬ দিন আগে হরিহরনগর গ্রামের আনোয়ার হোসেন মারা যান। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তাঁর ছেলে বিল্লাল হোসেন। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্ত্রীর গালে বিষ ঢেলে নিজেও বিষ পান করেন বিল্লাল। স্ত্রী বিষ বুঝতে পেরে ফেলে দেন। কিন্তু বিল্লাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সাড়ে সাতটির দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে খানপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিদ্যুৎ লাইনে কাজ করার সময় মমিনুর রহমান নামের একজন শ্রমিক খুঁটিচাপা পড়েন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত