Ajker Patrika

গুমের ঘটনায় চাকরিচ্যুত জিয়াউলসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবে মায়ের ডাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুমের ঘটনায় চাকরিচ্যুত জিয়াউলসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবে মায়ের ডাক

চাকরি থেকে অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গুম হওয়ার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। একই সঙ্গে সংগঠনটি জিয়াউল আহসানসহ দায়ীদের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

তিনি বলেন, ‘আমার সঙ্গে গুম হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা এখানে আছেন। তাঁদের নিয়ে আমরা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের তিনটা দাবি ছিল আমরা সেটা তাঁদের কাছে পেশ করেছি।’

সানজিদা ইসলাম বলেন, জিয়াউল আহসানের মতো যারা গুমের সঙ্গে জড়িত তাদের সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হোক। গ্রেপ্তার করে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুমের ঘটনাগুলো সত্যতা আমাদের পরিবারের কাছে জানিয়ে দেওয়া হোক, যারা আয়না ঘরের মতো বিভিন্ন জায়গায় এখনো বন্দী রয়েছেন তাঁদের মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। প্রত্যেকটা গুমের ঘটনাকে আলাদা করে মামলা হিসেবে দেখে যেন বিচার করা হয়।

তিনি বলেন, ‘আমরা অনেকবারই গুম হওয়াদের সন্ধানের দাবিতে প্রেস কনফারেন্স করেছি। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই কয়েক দিনে মাত্র তিনজন গুম হওয়া মানুষ বের হয়ে এসেছে। কিন্তু আমরা বাকি ভাইদের ফেরত পাইনি। আমরা জানতে চাই, আমাদের ভাইদের কী হয়েছে।’

সানজিদা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তাঁদের কাছে আমরা জানতে চেয়েছি, দাবি জানিয়েছি। কারণ তাঁদের কাছে আমাদের অনেক আশা। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্নে, পরিবর্তনের মধ্যে আছি।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনেছেন তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আশা রাখতে বলেছেন যে, প্রত্যেকটি ঘটনার বিচার হবে তদন্ত হবে, তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।’

গুমের ঘটনায় কোনো মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে সানজিদা ইসলাম বলেন, ‘হ্যাঁ, এটা একটা বড় বিষয়। গুম চরম মানবাধিকার লঙ্ঘন। গুম করবেন, আটকে রাখবেন, টর্চার করবেন, খুন করবেন, এটা তো হতে পারে না। আমরা একটা মামলা করতে চাচ্ছি। আমরা চাই মামলার আগেই অ্যারেস্ট করা হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত