নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে লুটের টাকা পাচার করে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও দুবাইসহ বিভিন্ন অঞ্চলে বসত গড়ে তোলার বিরুদ্ধে দেশে দেশে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আলোচকেরা।
কানাডার লুটেরা–বিরোধী মঞ্চের আয়োজনে গত শনিবার ‘বাংলাদেশের রিজার্ভ সংকট ও অর্থপাচারের দায় ও করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে তাঁরা এ আহ্বান জানান। লুটেরা ও বেগমপাড়া বিরোধী আন্দোলনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয় বলে জানান বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এমএম আকাশ বলেন, ‘দুর্নীতি ও অর্থপাচার রোধে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের ঘাটতি আছে। দেশের আইন, শাসন ও বিচার বিভাগের অসৎ অংশের সঙ্গে অসৎ ব্যবসায়িক গোষ্ঠী যুক্ত হয়েছে। এই চুতুর্ভূজ দুর্নীতি ও অর্থপাচারের জন্য দায়ী। সরকার ও প্রশাসনের অসৎ অংশের সহযোগিতা আর্থিক খাতের বড় মাপের দুর্নীতির জন্য দায়ী।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বেগমপাড়া বিরোধী সংগ্রামের “বেগমপাড়া” শব্দটি অর্থনৈতিক গবেষণার একটি শব্দ হিসেবে যুক্ত হয়ে গেছে।’
দুই অধ্যাপকই ‘বেগমপাড়া’ ও লুটেরা বিরোধী আন্দোলনের প্রশংসা করে দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, আগে ‘বেগমপাড়া’ বলতে শুধু কানাডাকেই বোঝাতো। দুর্নীতিবাজ আমলা, ব্যবসায়ী, রাজনীতিকের দুর্নীতি ও পাচারের টাকায় ‘বেগমপাড়া’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও দুবাইসহ বিশ্বের বহু অঞ্চলে ছড়িয়ে গেছে।
কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মঞ্জুরে খোদার সঞ্চালনায় ওয়েবিনারের আলোচনায় অংশ নেন মৈত্রেয়ী দেবী ও সৈকত রুশদী প্রমুখ।
২০২০ সালে কানাডার টরন্টোতে বেগমপাড়া বিরোধী সামাজিক আন্দোলনের সূচনা হয়।
বাংলাদেশ থেকে লুটের টাকা পাচার করে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও দুবাইসহ বিভিন্ন অঞ্চলে বসত গড়ে তোলার বিরুদ্ধে দেশে দেশে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আলোচকেরা।
কানাডার লুটেরা–বিরোধী মঞ্চের আয়োজনে গত শনিবার ‘বাংলাদেশের রিজার্ভ সংকট ও অর্থপাচারের দায় ও করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে তাঁরা এ আহ্বান জানান। লুটেরা ও বেগমপাড়া বিরোধী আন্দোলনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয় বলে জানান বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এমএম আকাশ বলেন, ‘দুর্নীতি ও অর্থপাচার রোধে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের ঘাটতি আছে। দেশের আইন, শাসন ও বিচার বিভাগের অসৎ অংশের সঙ্গে অসৎ ব্যবসায়িক গোষ্ঠী যুক্ত হয়েছে। এই চুতুর্ভূজ দুর্নীতি ও অর্থপাচারের জন্য দায়ী। সরকার ও প্রশাসনের অসৎ অংশের সহযোগিতা আর্থিক খাতের বড় মাপের দুর্নীতির জন্য দায়ী।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বেগমপাড়া বিরোধী সংগ্রামের “বেগমপাড়া” শব্দটি অর্থনৈতিক গবেষণার একটি শব্দ হিসেবে যুক্ত হয়ে গেছে।’
দুই অধ্যাপকই ‘বেগমপাড়া’ ও লুটেরা বিরোধী আন্দোলনের প্রশংসা করে দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, আগে ‘বেগমপাড়া’ বলতে শুধু কানাডাকেই বোঝাতো। দুর্নীতিবাজ আমলা, ব্যবসায়ী, রাজনীতিকের দুর্নীতি ও পাচারের টাকায় ‘বেগমপাড়া’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও দুবাইসহ বিশ্বের বহু অঞ্চলে ছড়িয়ে গেছে।
কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মঞ্জুরে খোদার সঞ্চালনায় ওয়েবিনারের আলোচনায় অংশ নেন মৈত্রেয়ী দেবী ও সৈকত রুশদী প্রমুখ।
২০২০ সালে কানাডার টরন্টোতে বেগমপাড়া বিরোধী সামাজিক আন্দোলনের সূচনা হয়।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৬ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৮ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৫ দিন আগে