Ajker Patrika

সরকারি খাল ও খাস জায়গা দখল করে দোকান নির্মাণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫: ৩৩
সরকারি খাল ও খাস জায়গা দখল করে দোকান নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের লক্ষ্মীপুর গ্রামে সরকারি খাস জায়গা, পুকুর ও খাল দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। সরকারি জায়গায় নির্মাণ করা এসব দোকানঘর সাধারণ মানুষের কাছে নিজের সম্পত্তি বলে বিক্রি করে প্রতারণার অভিযোগও আছে।

এ নিয়ে সম্প্রতি স্থানীয় এক বাসিন্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগও করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশাসনের সঙ্গে আঁতাত করেই স্থানীয় প্রভাবশালীরা লক্ষ্মীপুর গ্রামে এত বছর ধরে অবৈধভাবে খাসজমি দখল করে এই দোকান নির্মাণ ও কেনা-বেচা চলছে। অন্যদিকে প্রশাসন বলছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সরকারি খাস জায়গা দখল করে ৩৮টি দোকান নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা। দখল করা জায়গায় নির্মিত এসব দোকান প্রতিনিয়ত কেনা-বেচা হচ্ছে।

এদিকে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করে সাধারণ মানুষের কাছে নিজের সম্পত্তি বলে বিক্রি করে প্রতারণার অভিযোগও রয়েছে। এ নিয়ে মাফিয়া আক্তার নামের স্থানীয় এক বাসিন্দা গত ৮ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগও করেছেন।

অভিযোগে মাফিয়া উল্লেখ করেন, লক্ষ্মীপুর গ্রামের আশব আলীর ছেলে মো. শাহআলম মিয়া ২০১৯ সালে ৩ লাখ টাকার বিনিময়ে একটি দোকান নির্মাণ করে মাফিয়ার কাছে বিক্রি করেন। পরে মাফিয়া জানতে পারেন ওই দোকান সরকারি খাস জায়গায় নির্মিত। পরে শাহআলমের কাছে দোকানের টাকা ফেরত চাইলে তিনি টাকা না দিয়েই বিদেশে চলে যান।

সরেজমিন দেখা গেছে, ৩০ বছর ধরে সরকারি খাস জায়গা দখল করে স্থানীয়রা ব্যবসা করছেন। নিজেদের ইচ্ছামতো ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছেন। অনেকে আবার দোকানের জামানত বাবদ ভাড়াটিয়ার কাছ থেকে ২-৩ লাখ করে টাকা নিচ্ছেন।

বাজারে ভাড়ায় ব্যবসা করে এমন কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁদের মধ্যে কামাল মিয়া বলেন, তাঁরা প্রায় ১০ বছর ধরে এই বাজারে ব্যবসা করছেন। তবে দোকানের জায়গা সরকারি।

কম্পিউটার ও হার্ডওয়্যারের দোকানি বশির মিয়া, সুহেল মিয়া, বাছির মিয়া বলেন, ‘আমরা লক্ষ্মীপুর গ্রামের স্থানীয়দের কাছ থেকে ভাড়া নিয়ে দোকানে ব্যবসা করছি। তবে সরকার ওঠাই দিলে আমরা চলে যাব।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদি হাসান খান শাওন বলেন, ‘সরকারি খাস জায়গা, খাল ও পুকুর দখল করে দোকানঘর নির্মাণের বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত