Ajker Patrika

গলায় ছুরি চালিয়ে মোবাইলফোন ছিনতাই

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২: ২৮
গলায় ছুরি চালিয়ে  মোবাইলফোন ছিনতাই

শ্যামনগর উপজেলার দক্ষিণ আটুলিয়া গ্রামে ছিনতাই এবং জখমের ঘটনা ঘটেছে। মোটর সাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী জোরপূর্বক মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিতে তাঁদের একজন রাস্তায় হাঁটতে থাকা ধনঞ্জয় মিস্ত্রি (৪২) গলায় ছুরি চালিয়ে দেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দশটার দিকে । ধনঞ্জয় মিস্ত্রি একই গ্রামের দুর্গাপদ মিস্ত্রির বড় ছেলে এবং বরসা নামীয় একটি বেসরকারি সংস্থার মাঠ কর্মী হিসেবে কাজ করেন।

আহত ব্যক্তির ছোট ভাই সঞ্জয় মিস্ত্রি জানান, রাতের খাবার শেষে তাঁর ভাই বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে চেপে তিনজন এসে তাঁর মুঠোফোন নেওয়ার চেষ্টা করে। বাঁধা দেওয়ায় তাঁর হাতে থাকা ছুরি দিয়ে বুকে আঘাত করলেও ধস্তাধস্তির কারণে তা গলায় বিঁধে যায়। এ সময় ভাইয়ের চিৎকার শুনে বাইরে এসে তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেলাই দিয়ে রক্তক্ষরণ বন্ধ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বিষয়টি এখনো পর্যন্ত কেউ আমাকে জানাননি। এ ধরনের ঘটনা ঘটে থাকলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত